Headlines
Loading...
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ২৭০ জন মৃত্যু , ভগবান কেন বাঁচালেন না?

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ২৭০ জন মৃত্যু , ভগবান কেন বাঁচালেন না?

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 270 জন মানুষ মারা গিয়েছে। যার মধ্যে একজন ব্যক্তির যার নাম- বিশ্বাস কুমার রমেশ এবং একটি ভগবত গীতার কপি কে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

২০২৫ এর জুন মাসেআ হমেদাবাদ বিমান দুর্ঘটনায় ২৭০ জন মৃত্যুর গ্রাসে। যার মধ্যে ১৪২ জন ওই বিমানের ক্রু-মেম্বার ও যাত্রী ছিলো। বাকি ২৮ জন ছিলো সেই হাসপাতালের চিকিৎসক, যার ওপর ওই বিমান ভেঙে পড়ে। এই ঘটনার পর বেঁচে আছে একটি বই এবং কলকাতার এক বাসিন্দা। এসত্তেও জীবন রক্ষা হলো না নিরীহ শিশু বৃদ্ধ সহ বহু মানুষের। এখন নেটিজেনদের মধ্যে প্রশ্ন, ঈশ্বর কি অক্ষম? নাকি নির্মম?

ঈশ্বর যদি জীবন না বাঁচায় তবে ঈশ্বর নির্মম,  আর যদি বাঁচায় তবে কৃপালু!– এ কেমন যুক্তি? জন্ম ও মৃত্যু উভয় ঈশ্বরের সৃষ্টি। অতএব, এই মৃত্যুও ঈশ্বরের সৃষ্টি। যার যেখানে যেভাবে মৃত্যু নির্দিষ্ট থাকবে, সেদিন সে সেইখানেই মরবে।

আমরা দেখেছি অনেকেই ওই বিমানে ওঠার আগেই টিকিট ক্যান্সিল করেছে। অনেকে টিকিট কেটে ফ্লাইট মিস করেছে। আর একজন মাত্র ব্যক্তি ওই প্লেন দুর্ঘটনার মধ্য থেকে জীবিত ফিরে এসেছে।

এই সব কিছু উপেক্ষা করে মানুষ মেতে উঠেছে অন্ধ এক TRP প্রচারে। ইসকনের গীতা বইটি অক্ষত আছে। চমৎকার তো তখন হতো, ওই বইটির জন্য কিছু মানুষের জীবন বাঁচতো।

0 Comments:

Smart Ads for Smart Businesses Ads by TDads