Headlines
Loading...
Thomas Willis
Thomas Willis
(জন্ম: ২৭ জানুয়ারি, ১৬২১ - মৃত্যু:১১ নভেম্বর, ১৬৭৫)
থমাস উইলিস ছিলেন ১৭তম শতকের একজন ব্রিটিশ চিকিৎসক, যিনি স্নায়ুবিজ্ঞানের (Neuroscience) ভিত্তি স্থাপন করেন। তিনি প্রথমবারের মতো মানব মস্তিষ্কের বিশদ গঠন চিত্রিত করেন এবং "সার্কেল অব উইলিস" নামে পরিচিত রক্ত প্রবাহের চক্র আবিষ্কার করেন। তিনি ১৬৬৪ সালে প্রকাশিত "Cerebri Anatome" বইতে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের গঠন ব্যাখ্যা করেন, যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য এক যুগান্তকারী কাজ ছিল।

বিতর্কিত চিকিৎসা পদ্ধতি:

যদিও তিনি স্নায়ুবিজ্ঞান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার সময়ে চিকিৎসা বিজ্ঞানে কিছু অস্বাভাবিক ও অদ্ভুত পদ্ধতি প্রচলিত ছিল। এগুলো মোটেও গুজব নয়।

✔️ আপোপ্লেক্সি চিকিৎসা: তিনি মানব খুলি গুঁড়ো (Powdered Human Skull) ও চকলেট মিশিয়ে একটি ওষুধ তৈরি করেছিলেন, যা স্ট্রোকের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। এটি নর খাদকের পর্যায়ে পড়ে। 

✔️ মেডিসিনাল ক্যানিবালিজম: তার সময়ে ইউরোপে "মমি পাউডার" ও মানুষের রক্ত ও চর্বি ওষুধ হিসেবে ব্যবহারের প্রবণতা ছিল। একজন আসামির শির ছেদ হওয়ার পর তার তাজা রক্ত সংগ্রহ করা হতো এপ্লেপসি চিকিৎসার জন্যে।  চার্লস দ্বিতীয় মমির চামড়া ওয়াইনের সঙ্গে মিশিয়ে খেতেন নিজের যৌবন ধরে রাখার জন্য।

এই ধরনের চিকিৎসা পদ্ধতি থেকে আজকের পাশ্চাত্য মেডিসিন এসেছে। এসব ভাবতে অবাক লাগে যে, যখন ভারতবর্ষে চিকিৎসার রোগ নিদান, ও ভেষজ উদ্ভিদের জ্ঞান ব্যবহার করতো। যেখানে প্রাচীন সুশ্রুত সংহিতা লিখিত তথ্য বর্তমান ছিলো। সেই পদ্ধতিতে শল্য চিকিৎসার প্রচলন ছিলো। অবাক হতে হয় জেনে যে এমন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে এরা নাকি আমাদের শিক্ষিত ও সভ্য করেছে।

0 Comments:

Smart Ads for Smart Businesses Ads by TDads