![]() |
সম্পাদকীয় |
বিভিন্ন সময়ে আস্তিক-নাস্তিক নির্বিশেষে নানা ধরণের বিতর্ক এবং আলোচনায় হিন্দু ধর্মের বিভিন্ন রেফারেন্স আমাদের সকলেরই প্রয়োজন হয়। অনেক ঘটনা বিবাদ কেন্দ্র করে ভ্রান্তি সৃষ্টি হয়। হিন্দু ধর্মের নানা তথ্য আমাদের মনে আছে কিন্তু তা কোন পুরান বা গ্রন্থে রয়েছে বা কোন খণ্ডে রয়েছে তা মনে নেই। বা কোনো ঘটনা কি কারণে ঘটেছে তার প্রমাণ দরকার হয়। অনেক সময় অপব্যাখ্যা, অপপ্রচার মোকাবেলা করার জন্য এই ওয়েবসাইটটি তথ্য সংগ্রহ হিসেবে তৈরি করা হচ্ছে।
এই ওয়েবসাইটটি সম্পূর্ণ হিন্দু রেফারেন্স সাপেক্ষ প্রমাণ দিয়ে নির্মিত। কারণ শাস্ত্রের ভাব শাস্ত্রীয় দৃষ্টিতেই দেখা সম্ভব। তারপরেই নিরপেক্ষ বিচার করা সম্ভব।
আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের করে রেফারেন্স নিজে মিলিয়ে দেখুন। কেউ কোনো তথ্য যুক্ত/সংশোধন করে দিলে আমরা গালাগালি নয়, বিনয়ের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করব।
উল্লেখ্য, এই ওয়েবসাইটটি সমৃদ্ধ করবার জন্য নাস্তিক্য ডট কম এর কাছেও আমরা কৃতজ্ঞ। কারণ তাঁদের সমালোচনা ও সংগ্রহ না থাকলে হয়তো আমরা এই ঊদ্যোগ বা প্রচেষ্টা করতাম না। আমরা সকল সমালোচনা সাদরে গ্রহণ করে আমাদের বক্তব্য ও বিশ্লেষণ তুলে ধরি।
এই উদ্যোগকে সমৃদ্ধ করতে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আপনাদের কাছে হিন্দু ধর্মের নানা রেফারেন্স রয়েছে, তা নিচে কমেন্ট বক্সে লিখে এই তথ্যভাণ্ডারটি আপনিও সমৃদ্ধ করতে সাহায্য করতে পারেন।
contact-form
full-width
একটি মন্তব্য পোস্ট করুন
Welcome to our website!