আমাদের উদ্দেশ্য কি?

সম্পাদকীয়

বিভিন্ন সময়ে আস্তিক-নাস্তিক নির্বিশেষে নানা ধরণের বিতর্ক এবং আলোচনায় হিন্দু ধর্মের বিভিন্ন রেফারেন্স আমাদের সকলেরই প্রয়োজন হয়। অনেক ঘটনা বিবাদ কেন্দ্র করে ভ্রান্তি সৃষ্টি হয়। হিন্দু ধর্মের নানা তথ্য আমাদের মনে আছে কিন্তু তা কোন পুরান বা গ্রন্থে রয়েছে বা কোন খণ্ডে রয়েছে তা মনে নেই। বা কোনো ঘটনা কি কারণে ঘটেছে তার প্রমাণ দরকার হয়। অনেক সময় অপব্যাখ্যা, অপপ্রচার মোকাবেলা করার জন্য এই ওয়েবসাইটটি তথ্য সংগ্রহ হিসেবে তৈরি করা হচ্ছে।

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ হিন্দু রেফারেন্স সাপেক্ষ প্রমাণ দিয়ে নির্মিত। কারণ শাস্ত্রের ভাব শাস্ত্রীয় দৃষ্টিতেই দেখা  সম্ভব। তারপরেই নিরপেক্ষ বিচার করা সম্ভব। আমরা কোনো জাতি বা জাতিগত উৎস, ধর্ম, প্রতিবন্ধিতা, বয়স, জাতীয়তা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মীর স্ট্যাটাস, যৌন অভিমুখ, লিঙ্গ, লিঙ্গগত পরিচয় বা পদ্ধতিগত বৈষম্য ও ভেদাভেদের উপর নির্ভর করে এমন অন্যান্য বৈশিষ্ট্যের মাধ্যমে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসা জাগিয়ে তোলে, বিভেদ সৃষ্টি করে বা তাকে অবমাননা করি না 

যেমন: কারও বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তোলে এমন গোষ্ঠী বা তার সাজ সরঞ্জাম প্রচার করে, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে অমানুষ, অধম বা ঘৃণার যোগ্য বলে বিশ্বাস করতে সকলকে উৎসাহিত করি না।

কোনো ব্যক্তি বা সংগঠনকে নির্দিষ্ট করে হয়রান বা অপমান করা, কোনও দুঃখজনক ঘটনা হয়নি অথবা ঘটনার শিকার বা তার পরিবার অভিনয় করছেন বা ঘটনা চাপা দেওয়ার কাজে লিপ্ত রয়েছেন বলে ইঙ্গিত করছে বলে প্রচার করি না।

আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ  আমাদের করে রেফারেন্স নিজে মিলিয়ে দেখুন।  আমাদের তথ্য ভুল থাকলে যে আমদের চ্যালেঞ্জে করে তথ্য প্রদান করতে পারেন। আমাদের ভুল সংশোধন করে দিলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাহা মেনে নেবো। গালাগালি নয়, বিনয়ের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন।

উল্লেখ্য, এই ওয়েবসাইটটি সমৃদ্ধ করবার জন্য নাস্তিক্য ডট কম এর কাছেও  আমরাও আমরা  কৃতজ্ঞ। কারণ  তাঁদের সমালোচনা ও সংগ্রহ না থাকলে হয়তো আমরা এই ঊদ্যোগ বা প্রচেষ্টাই করতাম না। আমরা সকল সমালোচনা সাদরে গ্রহণ করে আমাদের বক্তব্য ও বিশ্লেষণ তুলে ধরি।

এই উদ্যোগকে সমৃদ্ধ করতে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আপনাদের কাছে হিন্দু ধর্মের নানা রেফারেন্স রয়েছে, তা নিচে কমেন্ট বক্সে লিখে এই তথ্যভাণ্ডারটি আপনিও সমৃদ্ধ করতে সাহায্য করতে পারেন।

contact-form 

full-width

Post a Comment

নবীনতর পূর্বতন

Advertisement