Headlines
Loading...
Pahalgam Attack 2025 - জিহাদী সন্ত্রাসী হামলায় মৃত ২৬ জন হিন্দু পর্যটক

Pahalgam Attack 2025 - জিহাদী সন্ত্রাসী হামলায় মৃত ২৬ জন হিন্দু পর্যটক

সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না — এই কথা আমরা ধর্ম নিরপেক্ষ সেক্যুলারদের মুখে প্রায়শই শুনতে পাই। কিন্তু যখন ধর্ম জেনে যখন কাউকে হত্যা করা হয়। তখন ধর্ম নিরপেক্ষতা কাজে আসে না।  সন্ত্রাসবাদীদেরও ধর্ম প্রকট হয়ে যায়। 

ভূস্বর্গ কাশ্মীরে ২৬ জন হিন্দুকে, তাঁদের ধর্ম পরিচয় জানতে চেয়ে, তাঁদেরই পরিবারের সামনে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন। 

রক্তাক্ত কাশ্মীরের পেহেলগাম 

২২ এপ্রিল ২০২৫,  কাশ্মীরের পেহেলগাম এলাকার ভয়াবহ সন্ত্রাসী হামলায় বৈসরান উপত্যকা রক্তাক্ত হয়ে। দেশ-বিদেশ থেকে আগত নিরীহ পর্যটকদের উপর এই বর্বর হামলা নাড়া দিয়ে গেছে গোটা ভারতকে। 

এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে প্রথমে খবর পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে সেই সংখ্যা ২৮ বলে জানা যায়। 

নিজের প্রিয়জনের সঙ্গে কাশ্মীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন ভারতের বিভিন্ন প্রান্তের লোকেরা, কিন্তু ঘরে ফিরে এলো তাদের নিথর দেহে এবং ভয়ানক স্মৃতি।

কি ঘটেছিল সেই দিন?

প্রত্যক্ষদর্শীদের মতে, ৪-৬ জন জঙ্গি সেনাবাহিনীর পোশাকে নিকট বনাঞ্চল থেকে উঠে আসে এবং হঠাৎ করেই সেখানকার পর্যটকদের উপর গুলিবর্ষণ শুরু করে। 

সন্ত্রাসীরা প্রথমে মুসলিম ও অমুসলিম চিহ্নিত করার চেষ্টা করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু পর্যটকদের নিশানা করে। স্থানীয় এক মুসলিম ব্যক্তি বাধা দিতে গেলে তাকেও গুলি করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান সেই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী এবং নিহতদের পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী। চার-পাঁচজন লোক সেনার পোশাকে এসেছিল। প্রথমে তারা মনে করেছিল, ভারতীয় সেনা মহড়া দিতে এসেছে। কিন্তু তারপরই তারা পর্যটকদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পর্যটকদের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে।

প্রথমে তাদের নাম জিজ্ঞেস করা হয়, তারপর হিন্দু ও মুসলিমদের আলাদা করে দার করিয়ে কালমা (কোরআনের আয়াত) পড়তে বলা হয়। যারা বোলতে পারেনি, তাঁদের হত্যা করা হয়।

৺মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবী ANI সংবাদ দাতাদের বলেন, তার স্বামীকে গুলি বিদ্ধ হয়ে মরতে দেখে যখন তিনি বলে “আমাকেও মেরে ফেলো”। জবাবে ওই সন্ত্রাসীরা বলে, "না আমরা তোমাকে মারবো না, মোদীকে বলে দিও”। কি মানসিকতা হলে এরকম বলা যায়? সেটাই বিচার করতে হবে। 

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক পদক্ষেপ

এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কাশ্মীর যান পরিস্থিতি পর্যালোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই ঘটনার ওপর সফিকুল ইসলামের আরামবাগ টিভির একটি ভিডিও ফুটেজ দেখুন। তিনি সন্ত্রাসীদের ধর্ম সম্পর্কে যে কথা বলেছেন। সেগুলো অবশ্যই শোনা উচিৎ।

সংবাদপত্রগুলির শিরোনাম

বিভিন্ন সংবাদপত্র এই ঘটনাকে কেন্দ্র করে তাদের শিরোনাম দিয়েছে।

The Guardian: লিখেছে "26 Tourists Killed in Kashmir Terror Attack"

ABP News:  লিখেছেন "Mass Shooting at Pahalgam Resort, 26 Dead"

Hindustan Times: লিখেছেন "Pahalgam Terror Attack: Tourists Targeted by Militants"

New update— ২৩ এপ্রিল ২০২৫ ১:০২ ]

ভারতীয় গোয়েন্দা সংস্থা এর তরফ থেকে জানা যাচ্ছে এই ঘটনার পেছনে পাকিস্থানের সরাসরি হাত আছে।  কিছুদিন আগে পাকিস্থানের সেনা প্রধানের দেওয়া বক্তব্য থেকে আরো স্পষ্ট ভাবে এই সম্পর্ক স্পষ্ট হয়।

মিডিয়া পোষ্ট থেকে আমরা জানতে পেরেছি, ভারতীয় সৈনিক আপাতত দুটি জেহাদি মুজাহিদকে তাদের ন্যায্য স্থানে পাঠিয়েছে। তবে, এর বিশ্বাস যোগ্যতা নিয়ে এখনো পর্যন্ত আমরা সত্যতা যাচাই করিনি।

নিচে ছবি দেখুন: 


পর্যটকের দেওয়া বর্ণনায় স্কেচ থেকে এই আতঙ্কবাদীদের সনাক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই চার জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শা, আবু তালহা ও আদিল গুরু। নিচের ছবিতে সেই চার সন্ত্রাসীদের দেখানো হয়েছে যারা গতকাল হামলা করে  ২৬ জন হিন্দু পর্যটকের গণ হত্যা করছিলো। এদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। BodyCam লাগিয়েছিল যার দ্বারা এরা পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছিল।

ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী পাক-ভারত সম্পর্কের একটি বড়ো সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদী চারটি বড় সিদ্ধান্ত নিয়েছেন।

  • আটারি-ওয়াঘা চেকপোস্ট বন্ধ: পাক ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে আটারি চেকপোস্ট বন্ধ করে দিয়েছে।
  • সিন্ধু জল চুক্তি ছিন্ন: ১৯৬০ সালে হওয়া সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছেন। 
  • সার্ক ভিসা বন্ধ: পাকিস্থানের সার্ক ভিসা বন্ধ করে দিয়েছেন। যার দ্বারা পাকিস্থানি ভারতে প্রবেশ করতে পারতো। 
  • কূটনৈতিক সম্পর্ক ছিন্ন: ভারত সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

এরপর কি কি ঘটবে?

ভারতের এই চারটি বড় সিদ্ধান্তের সম্ভাব্য ফলাফল অনেক দিক থেকে বিশ্লেষণ করা যায়। নিচে সংক্ষেপে উল্লেখ করছি:

1. আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাবে

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি এবং সংঘর্ষের আশঙ্কা থাকবে।

2. বাণিজ্যিক ক্ষতি

আটারি চেকপোস্ট বন্ধ হওয়ার ফলে পাকিস্থানের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে পাঞ্জাব অঞ্চলে সীমান্ত বাণিজ্যের উপর নির্ভরশীল কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন।

3. জলসংকট ও পরিবেশগত উদ্বেগ

সিন্ধু জল চুক্তি বন্ধের ফলে পাকিস্তানে জলের প্রবাহ কমে যেতে পারে। এতে পাকিস্তানে কৃষিকাজ ও পানীয় জলের সংকট দেখা দিতে পারে, যা পরিবেশগত ও মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। পাকিস্থানের ৮০% জল সরবরাহ এই নদীর দ্বারা হয়।

4. কূটনৈতিক বিচ্ছিন্নতা

সার্ক এবং অন্যান্য আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্মে পাকিস্তানের ভূমিকা সীমিত হয়ে যাবে। কূটনৈতিক সম্পর্ক হ্রাস পাবে ফলে, ভারতের অভ্যন্তরীণ সকল বিষয়ে নাক গলাতে পারবে না। 

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় শক্তিগুলো শান্তি বজায় রাখার আহ্বান জানাতে পারে। আন্তর্জাতিক চাপ বাড়লে ভারত হয়তো সিদ্ধান্তে পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। কিন্তু , এটি একটি বড় এবং কঠোর সিদ্ধান্ত। বিস্তারিত জানতে পড়ুন "পাক-ভারত সম্পর্কের পরিবর্তন: ইন্দাস জল চুক্তি সহ ৪টি বড় সিদ্ধান্ত"

0 Comments:

Smart Ads for Smart Businesses Ads by TDads